সাইবার ক্রাইম দমনে শিগগিরই আলাদা ইউনিট : আরএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক : 

অপরাধীরা এখন নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করছে।তাই অপরাধ দমনে গতানুগতিক পদ্ধতির ব্যবহার কমিয়ে উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। এধরনের অপরাধ দমনে রাজশাহীতেও শিগগিরই সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় আরএমপির নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় রাজশাহীতে এখনো মাদক সমস্যা প্রকট। মাদকের কারণে নানা ধরনের অপরাধী বাড়ে।তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে পুলিশের কোনো সদস্যও অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নয়া পুলিশ কমিশনার বলেন,  অহেতুক কোনো নাগরিককে হয়রানি করবে না পুলিশ। বিভিন্ন সময় পকেটে মাদক ঢুকিয়ে ফাঁসিয়ে দেয়া অভিযোগ শোনা যায়। এরকম কোনো ঘটনার প্রমাণ পেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এই নগরীর সুনাম আছে শান্তির শহর হিসেবে। এই সুনাম ধরে রাখতে হবে। কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেয়া হবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম ও সালমা  বেগম ও উপ কমিশনার সাজিদ হোসেন।

রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ