সাকিবের ব্যাপারে বিসিবিকে কিছু্ জানায়নি আইসিসি


ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব আল হাসান। খবরে প্রকাশ, বিষয়টা নাকি আগে থেকেই বিসিবিকে জানিয়েছে আইসিসি।

তবে, আজ সকাল থেকে যখন বিষয়টা নিয়ে তোলপাড় করা অবস্থা, তখন থেকেই বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য জানার অপেক্ষা সংবাদকর্মীদের। যদিও মঙ্গলবার নিজ বাসভবনের সামনে মিডিয়াকর্মীদের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে এখনও বিসিবিকে কিছু জানায়নি আইসিসি।

দুপুর গড়িয়ে গেলেও বিসিবি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছিল না। দুপুরের দিকে নিজ বাসভবন থেকে বিসিবিতে যাওয়ার সময় উপস্থিত মিডিয়াকর্মীদের পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানি না। কিছু না ঘটলে কিভাবে জানাবো আপনাদের? বিসিবিতে যাচ্ছি, সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো।’

তবে দুপুর নাগাদ মিরপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আইসিসি এখন পর্যন্ত এই ইস্যুতে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তিনি বলেন, ‘বিসিবিকে এখন পর্যন্ত আইসিসি কিছু জানায়নি।’

দুপুরের দিকে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরাও এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছি। বিসিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা বলছে, আইসিসির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে যাই হোক- বিষয়টি নিয়ে আমরা আজকের মধ্যেই আইসিসিকে চিঠি দেবো।’


শর্টলিংকঃ