Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেনের সময় বাড়ল


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির বর্ধিত দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়ানো হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।

২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধের ঘোষণা দেয় সরকার। ৪ এপ্রিল ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির সময় বাড়ানো হয়।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।


Exit mobile version