- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

সাপাহারে ‘ত্রিশূল’ সংগঠনের উদ্যোগে মাস্ক তৈরী

সাপাহারে ‘ত্রিশূল’ সংগঠনের উদ্যোগে মাস্ক তৈরী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি’র কন্যা তৃণা মজুমদার এর একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “ত্রিশূল” এর উদ্যোগে ও সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনার সার্বিক তত্বাবধানে সাপাহারে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাস্ক তৈরী ও বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার সৃষ্টি একাডেমীতে ১০টি সেলাই মেশিনে এই মাস্ক তৈরীর উদ্বোধন করা হয়। নিয়ামতপুর উপজেলা থেকে আগত সংগঠন ত্রিশূলের সদস্যরা এসে ওই বিদ্যালয়ে ওই কার্যক্রমে অংশগ্রহন করেন।

সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা জানান- ত্রিশূল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সার্বিক সহযোগীতায় সাপাহার , পোরশা ও নিয়ামতপুর উপজেলায় পর্যায়ক্রমে ৩০ হাজার মাস্ক তৈরী করা সহ ক্ষদ্র নৃ-গোষ্টীদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যেগ নেওয়া হয়েছে।

এসময় ‘ত্রিশূল’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য নির্মল মার্ডি,শ্যামল হাসদা,সুভাষ চঁড়ে,নিষান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ প্রমূখ উপস্থিত ছিলেন।