সাপাহারে বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা প্রদান


প্রদীপ সাহা, সাপাহার প্রতিনিধি:

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর উদ্যোগে সাপাহার উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনা মূল্যে প্রতিবন্ধী শতাধিক শিশু শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সাপাহারে বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা প্রদান
সাপাহারে বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা প্রদান

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। বনভোজন অনুষ্ঠানের পূর্বেই ৫৪জন অসহায় প্রতিবন্ধী শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন নওগাঁ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা: গোলাম কিবরিয়া ও তার সহযোগী হিসেবে থেরাপিষ্ট রেজাউল করিম, জোবায়দা খাতুন ও রমজান আলী।

এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার কাজী মো: আবুল মনসুর, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান,সমাজ সেবক নূরল হক মাষ্টার,ডা: সারাফত আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ