সাপাহার সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার


প্রদীপ সাহা,  সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে মাদক পাচারের সময় ১৬বিজিবি বামনপাড়া ক্যাম্পের টহল দল বিভিন্ন ব্রান্ডের ২৮  বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

সাপাহার সীমান্তে উদ্ধারকৃত ভারতীয় মদ
সাপাহার সীমান্তে উদ্ধারকৃত ভারতীয় মদ

বিজিবি সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৪ এর ৬এস সাব পিলার এলাকায় বিজিবির এফ এস হেকমত আলীর দেয়া গোপন
সংবাদের ভিত্তিতে বামনপাড়া বিজিবির একটি টহল দল আত্নগোপন করে বসে থাকে। রাত সাড়ে ৮টার দিকে কয়েজন চোরাকারবারী মাদক নিয়ে কাটাতারের বেড়া
টপকিয়ে দেশে প্রবেশ করলে বিজিবি তাদের পিছু ধাওয়া করে।

আরও পড়ুন: সাপাহারে ফেনসিডিল গাঁজাসহ আটক ১

এসময় চোরাকারবারীরা জিরো ল্যান্ড এলাকায় তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায়। এর পর পরিত্যাক্ত অবস্থায় বিজিবি সদস্যরা ওই ব্যাগ হতে বিভিন্ন
ব্রান্ডের ২৮পিচ ভারতীয় মাদক উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এবিষয়ে বামনপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক ওবাইদুর রহমানের সাথে কথা হলে তিনি
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে এবিষয়ে সাপাহার থানায় একটি মামলার প্রস্ততি চলছে তবে উদ্ধারকৃত মাদকগুলি আমাদের ব্যাটালিয়ানে জমা দেয়া হবে।


শর্টলিংকঃ