সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়: কাদের


ইউএনভি ডেস্ক:

বাজারে সিন্ডিকেট থাকলেও তা মোকাবেলায় সরকার ব্যর্থ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাজারে সিন্ডিকেট আছে। কিন্তু সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়।’

ঘড়িগুলো উপহার পেয়েছি: কাদের

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

বাজারের অস্থিরতা ও সরকারের অবস্থান ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, বাজারে সিন্ডিকেট আছে, তবে সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয়। দ্রব্যমূল্যর দাম বর্ষাকালে কিছুটা বৃদ্ধি পায়। তবে শীঘ্রই তা কমে আসবে।

করোনাকালে পারিবারিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় বেড়েছে বলে জানান ওবায়দুল কাদের। এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত তাদেরকে প্রধানমন্ত্রী ছাড় দেননি ও কোনো আপোষ করা হয়নি বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আগামী মাস থেকে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পূর্ণ উদ্যোমে শুরু হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


শর্টলিংকঃ