সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা


সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশের একটি বিমানঘাঁটির ওপর ইহুদিবাদী ইসরাইল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হোমসপ্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ইরনা জানিয়েছে, বুধবার রাত ১০টার পর দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে একটি সামরিক সূত্র জানিয়েছে। এর দুদিন আগে দখল করে নেয়া গোলান মালভূমি থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকা ও সিরিয়ায় হামলা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি।


শর্টলিংকঃ