Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় অভিযান চালাবে তুরস্ক: এরদোগান


সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত ইউফ্রেটিস এলাকায় তুরস্ক সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি সীমান্তের কাছে কুর্দি সন্ত্রাসীদের আস্তানায় রোববার তৃতীয় দফা ওই সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন এরদোগান। খবর রয়টার্সের।

ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মার্কিন ছত্রছায়ায় কুর্দিদের ওয়াইপিজি নামে সন্ত্রাসী বাহিনী প্রায়ই তুরস্ক সীমান্তে হামলা চালায়।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কথিত আইএসবিরোধী অভিযানের অন্যতম সহযোগী এই ওয়াইপিজির কর্মীরা। কিন্তু তুরস্ক এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই বিবেচনা করে থাকে।


Exit mobile version