Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা


সিরিয়ায় সরকারি মালিকানাধীন একাধিক স্থাপনা ও ইরানের নিরাপত্তা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের অভ্যন্তরে একটি ইরানি ইউনিটের হামলার জবাবে এই ‘বিস্তৃত মাত্রার হামলা’ চালানো হয়েছে বলে তেল আবিব জানিয়েছে।

সিরিয়া জানিয়েছে, হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া দামেস্কে ওপর ছোঁড়া অধিকাংশ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

তবে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সাত বিদেশিসহ ১১ যোদ্ধা নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, সিরিয়া থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছোঁড়া চারটি রকেট তারা ধ্বংস করেছে। এগুলো মাটিতে আঘাত হানতে সক্ষম হয়নি।

বুধবার প্রথম প্রহরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টুইটবার্তায় জানিয়েছে, ইরানের কুদস বাহিনী ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কুদস বাহিনী হচ্ছে ইরানের বিপ্লবী বাহিনীর বিদেশে অভিযান পরিচালনাকারী ইউনিট।


Exit mobile version