সীমানা জটিলতায় পবা উপজেলার ভোট স্থগিত


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পবা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে হাই কোর্ট। সিটি করপোরেশনের সঙ্গে সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। আদেশে এক বছরের জন্য এ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

                         ম্যাপ

পবা উপজেলার পারিলা ইউনিয়ন ডাংগীরপাড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে ফজলুল বারী এ রিট আবেদন করেছিলেন। বারী পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলু ভাই।

ইউপি চেয়ারম্যান সাইফুল বারী ভুলু বলেন, রাজশাহী মহানগরী ও পবা উপজেলার সীমানা নিয়ে জটিলতার কারণে হাই কোর্টে রিট আবেদন করেন তার ভাই ফজলুল বারী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক বছরের জন্য পবা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতাদেশ দিয়েছেন।

২০১৪ সালের নির্বাচনের এক বছরের মধ্যে নির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক মোকবুল হোসাইন মারা যান। তার মৃত্যুর কয়েকমাস পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করেন। ভোট অনুষ্ঠিত হওয়ার তিন দিন আগে ফজলুল বারী হাই কোর্টে রিট আবেদন করায় সে নির্বাচনও স্থগিত হয়ে যায়।


শর্টলিংকঃ