সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ বৈঠক


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হত্যা বন্ধে ও চোরাচালান বন্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য  বৈঠক হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির সীমান্ত পিলার ১৭০ এর নিকট আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  এ বৈঠক হয়।

সীমান্ত হত্যা বন্ধে

মঙ্গল দুপুরে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত হত্যা বন্ধে, আন্তঃ সীমান্ত অপরাধ দমন, অবৈধ সীমান্ত অতিক্রম রোধ, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। সীমান্তে উদ্ভুত যে কোন সমস্যা ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। উক্ত সৌজন্য সাক্ষাতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে ২০ সদস্যের নের্তৃত্বদেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান খান, পিএসসি। ভারতের বিএসএফ’র ১৮ সদস্যের নের্তৃত্বদেন ৭৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী বিজয় কুমার শিং।

আরো পড়ুন : অবৈধ র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদণ্ড


শর্টলিংকঃ