সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে


পণ্যবাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাজারে নিরপেক্ষ ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। এজন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে সমস্যার গভীরে গিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আর বাণিজ্য ক্ষেত্রে স্বাভাবিক প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে দেশের মানুষও উপকৃত হবেন। বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে ‘ব্যবসায়ী এবং ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) এ সেমিনারের আয়োজন করে। মানুষের জন্য সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ভোক্তা যাতে প্রতারিত না হয়, সেজন্য বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।


শর্টলিংকঃ