সোনামসজিদ স্থলবন্দর টানা ৯ দিন বন্ধ


পবিত্র ঈদুল আজহা ও সাধারণ ছুটির কারণে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর। ফলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সহকারী কাস্টমস কমিশনার বিল্লাল হোসেন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ বিষয়টি ইউনিভার্সাল২৪নিউজ-কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা ও সাধারণ ছুটির কারণে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৯ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ আগস্ট থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন অফিস খোলা থাকবে বলে জানান তিনি।


শর্টলিংকঃ