সোহেল তাজের ভাগিনা সৌরভ অপহৃত


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নাতি সৈয়দ ইফতেখার আলম প্রকাশকে (সৌরভ) অপহরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ জুন) রাত ১টার দিকে নিজ ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাজউদ্দিন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

তার দাবি- তার মামাতো বোনের ছেলে সৌরভকে গত রোববার (৯ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে দুর্বৃত্তরা অপহরণ করেছে।

ফেসবুকে লেখা স্ট্যাটাসটি এখানে হুবাহু তুলে ধরা হলো-

আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।

মাত্র আধা ঘণ্টার মধ্যেই সোহেল তাজের এই স্ট্যাটাসে চার শতাধিক মানুষ মন্তব্য করেছেন। বহু মানুষ এর তীব্র নিন্দা জানিয়েছেন। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন অনেকে।

আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের…

Posted by Sohel Taj on Friday, June 14, 2019

শর্টলিংকঃ