সৌদিতে ঈদ মঙ্গলবার


ইউএনভি ডেস্ক:

সৌদি আরবে সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (৪ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেশটির কয়েকটি এলাকায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে মঙ্গলবার হবে দেশটিতে শাওয়াল মাসের প্রথম তারিখ, অর্থাৎ ঈদুল ফিতরের প্রথম দিন।

আরব নিউজের খবরে বলা হয়, গত শনিবার (১ জুন) সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের আহ্বান জানিয়েছিল, তারা যেন সোমবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করেন।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, কেবল সৌদি আরব নয়, আরও কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশ চাঁদ দেখে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতেও মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে। তবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এই উৎসব উদযাপিত হবে বুধবার।
বিজ্ঞাপন

হিজরি বর্ষপঞ্জির রমজান মাসজুড়ে সিয়াম সাধনা পালন করে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়। রমজান মাসের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মুসলিমরা ঈদুল ফিতর পালন করেন। ধর্মীয় শিক্ষা অনুযায়ী, এই ঈদুল ফিতর মুসলিমদের জন্য একমাস রোজা রাখার পর উপহার হিসেবে আসে। ধনী-দরিদ্র, শ্রেণি পেশা নির্বিশেষে সব মানুষের জন্য আনন্দের বার্তা বয়ে আনে এই ঈদুল ফিতর।

এদিকে,বাংলাদেশে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদুল ফিতর পালিত হবে।


শর্টলিংকঃ