সৌদিতে হামলার পরে তেলের বাজার স্বাভাবিক হয়েছে: ইরান


সৌদি আরবে হামলার পরে তেলের বাজার স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন ইরানি তেলমন্ত্রী বিজন জাঙ্গনেহ।খবর রয়টার্সের। মস্কোতে সফরে গিয়ে বুধবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত মাসে সৌদি স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে তেল বাজারে সরবরাহের দিকে কিছুটা উদ্বৃত্ত রয়েছে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য তেহরান কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সবসময় নিরাপত্তা দেয়ার চেষ্টা করছি।


শর্টলিংকঃ