Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে উড়িয়ে দিল ইমার্জিং দল


ভারত থেকে ফিরে টানা দ্বিতীয় ম্যাচে রান পেলেন সৌম্য সরকার। ঝড়ো ব্যাটিংয়ে বাঁ-হাতি ওপেনার তুলে নিলেন ফিফটি। ছয় রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো নাজমুল হোসেন শান্তর। ইন্দোর টেস্টে বাংলাদেশ যখন মুখ থুবড়ে পড়েছে, তখন সাভারে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমাজিং দল।

এসিসি ইমার্জিং টিমস কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ তারা হংকংকে হারিয়েছিল ৯ উইকেটে।

টানা দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করলেন তরুণ পেসার সুমন খান। বিকেএসপির তিন নম্বর মাঠে আরমান জাফরের সেঞ্চুরির পরও ভারত তাই ২৪৬ রানে আটকে যায়। ৪৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন সৌম্য। আগের ম্যাচে অপরাজিত ৮৪ রান করেছিলেন তিনি।

অধিনায়ক শান্ত ৮৮ বলে ৯৪ রানের ইনিংসটি সাজান ১৪টি চার ও ২ ছক্কায়।

দারুণ শুরু করেও ১৪ রান করে বিদায় নেন মোহাম্মাদ নাঈম। দ্বিতীয় উইকেটে ২১ ওভারে ১৪৪ রানের জুটি গড়েন সৌম্য ও শান্ত। সৌম্যর বিদায়ে ভাঙে জুটি।

ইয়াসির আলির সঙ্গে দলীয় সংগ্রহ দুইশ পার করে আউট হন শান্ত।

আফিফের সঙ্গে আরেকটি চল্লিশ রানের জুটি গড়ে ফেরেন ইয়াসির। জয় তখন সময়ের ব্যাপার।

আফিফ হোসেন অপরাজিত ছিলেন ৩০ রানে।


Exit mobile version