স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ


ইউএনভি ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন গ্রেডে ২৮টি পদে সর্বমোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

ফিল্ড মনিটরিং অফিসার, এন্টোমলিক্যাল সার্ভিসেন্স এক্সপার্ট, সার্ভিসেস মেডিকেল অফিসার, এন্টোমলিক্যাল সার্ভিসেস এক্সপার্ট, এমডিভি সুপারভাইজার, সার্ভিসেস মেডিক্যাল অফিসার, মেডিকেল ইপিডেমিওলজিস্ট, ফিল্ড মনিটরিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/বিডিএস/এমপিএইচ সহ প্রাণীবিদ্যা/ডিভিএম/পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস/সমমান ডিগ্রিধারী প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কিছু কিছু পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ এবং কিছু কিছু পদে ১৮ থেকে ৪০ বছর।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র নিম্নোলিখিত ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

ঠিকানা : পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

আবেদনের সময়সীমা

আগ্রহীরা আগামী ৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 


শর্টলিংকঃ