Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হত্যা মামলায় ১৪০০ বছরের কারাদণ্ড


ইউএনভি ডেস্ক:

ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে বন্দুক হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা মামলায় এক ব্যক্তিকে প্রায় এক হাজার ৪০০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার উজবেকিস্তানের নাগরিক আবদুল কাদির মাশারিপভকে এই দণ্ড দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

২০১৭ সালে নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল। তিন বছর বিচার কার্যক্রম চলার পর সোমবার রায় ঘোষণা করেন ইস্তাম্বুলের আদালত।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, মাশারিপভকে স্বেচ্ছায় হত্যা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া ৭৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে আরও এক হাজার ৩৬৮ বছর কারাদাণ্ড দেয়া হয়। দণ্ড চলাকালে সে কোনো প্যারোল সুবিধা পাবে না।


Exit mobile version