Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হাঁটাচলা করছেন ওবায়দুল কাদের, অবস্থার উন্নতি


ইউএনভি ডেস্ক:

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উঠে বসতে পারছেন। স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছেন। হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে লাগানো অ্যান্ডো ট্র্যাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে। তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান নিজ ফেসবুকে ওবায়দুল কাদেরের একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, কাদের ভাই ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।

তার রক্তচাপ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এমন সুখবরই দিলেন প্রিয় নেতার সহধর্মিনী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের ভাবি।

ছবিটিতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বাম পাশে আর ডান পাশে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি বসা। মাঝখানে বসে আছেন ওবায়দুল কাদের।


Exit mobile version