Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হাঙরের আক্রমণে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু


ইউএনভি ডেস্ক:

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেতা থামায়ো পেরি মারা গেছেন।

স্থানীয় সময় রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হোট দ্বীপে সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পেরির বয়স হয়েছিল ৪৯ বছর।

স্কাই নিউজ জানিয়েছে, থামায়ো পেরিকে পড়ে থাকতে দেখে একজন জরুরি সেবা সার্ভিসকে অবহিত করেছেন। পরে তাঁকে উদ্ধার করে তীরে আনার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। তাঁর শরীরে একাধিক জায়গায় হাঙরের কামড়ের ক্ষত রয়েছে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ সিনেমায় একজন জলদস্যুর চরিত্রে অভিনয় করেছেন পেরি। এর বাইরে ‘ব্লু ক্রাশ’সহ আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে।

যুক্তরাষ্ট্রের ওয়াহু দ্বীপে জন্ম নেওয়া পেরি অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।


Exit mobile version