Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হাতুড়ি পেটায় বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা নিহত


নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে সোহেল রানা নামে এক যুবক খুন হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মহিষভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে নিহত সোহেল মহিষডাঙ্গা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে ও বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

এলাকাবাসী জানায় বিকেলে ঈদ মাঠ এর জন্য টাকা তোলা কে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে তার বাকবিতণ্ডা ঘটে। এর একপর্যায়ে তার প্রতিপক্ষ যুবকরা তাকে হাতুড়িপেটা করলে সে গুরুতর জখম হয়। পরে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, তিনি ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে দিকে রওনা হয়েছেন।


Exit mobile version