Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুইদিন ধরে পানি বৃদ্ধি স্থির অবস্থায় রয়েছে। পাবনার তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বিভিন্ন জাতের ফসলসহ শীতকালিন সবজির ক্ষেত। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।


পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, উজানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরে পদ্মানদীর পানি বেড়ে পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বর্তমানে পানির প্রবাহ ১৪.৩৩ সেন্টিমিটার। তবে গত বুধবার সন্ধা থেকে শুক্রবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পানি বৃদ্ধি স্থির অবস্থায় রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির পাওয়ায় পাবনার সদর উপজেলার হিমাইতপুর, ভাড়ারা, দোগাছি, চরতারাপুর ইউনিয়ন, ঈশ্বরদী উপজেলার পাকশী, লক্ষীকুন্ডা, সাড়া ইউনিয়ন, সুজানগর উপজেলার ভায়না, সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, মানিকহাট, সাগরকান্দি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হয়েছে। এ তিন উপজেলার ১ হাজার ৫’শ ৯২ দশমিক ৫৯ একর জমির বিভিন্ন জাতের ফসলসহ শীতকালিন সবজির ক্ষতি হয়েছে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। এছাড়াও ত্রাণ হিসেবে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পানি বৃদ্ধির কারণে পাবনা পানি উন্নয়ন বোর্ড সহ তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।


Exit mobile version