হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বাড়ছে পদ্মার পানি


ইউএনভি ডেস্ক:

পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ও সাঁড়া ইউনিয়নের নদীতীরবর্তী কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। তীরে অনেক জায়গায় ছোটখাটো ভাঙনও দেখা দিয়েছে।

ঈশ্বরর্দী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল লতিফ জানান, সোমবার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১১ দশমিক ১৪ সেন্টিমিটার। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ জানান, নদীর পানি বাড়ছে। তবে এখনও বন্যা ভয়াবহ আকার ধারণ করেনি।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল থেকে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানিবৃদ্ধি যেভাবে অব্যাহত রয়েছে, তাতে কয়েক দিনের মধ্যে বিপদসীমার কাছাকাছি যেতে পারে। ইতিমধ্যে ঈশ্বরদীর সাঁড়া, পাকশী, লক্ষ্মকুণ্ডা এলাকার চরাঞ্চল তলিয়ে গেলেও আবাদকৃত সবজি ও বাদাম কৃষকরা তুলে নিয়েছে।


শর্টলিংকঃ