হার না মানা ‘নড়াইল এক্সপ্রেস’


ইউএনভি ডেস্ক:

ওই ম্যাচে ৯৫ রানে জেতে বাংলাদেশ। সেটাই তার এখন পর্যন্ত শেষ টেস্টও। এরপর ইংল্যান্ড সফরে ২০১০ সালে আবার নেতৃত্ব পান তিনি। ওই সফরে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ প্রথমবার ইংল্যান্ডকে হারানোর স্বাদ পায়।

হার না মানা ‘নড়াইল এক্সপ্রেস’

এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় চোট পেয়ে ছিটকে যান। পরে খেলা হয়নি দেশের মাটিতে বিশ্বকাপও। ক্যারিয়ারের যেন কঠিনতম সময় পার করেন তখনই।
আবারও দেশের ভার তার ওপর দেয়া হয় ২০১৪ সালে। দল তখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তৃতীয় ধাপে অধিনায়ক হওয়ার পর আর বড় ধরনের চোটে পড়েননি।

দলের সাফল্যও ছিল আকাশচুম্বী। বাংলাদেশকে পৌঁছে দেন বড় দলের কাতারে। তার নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ।
এরপর দেশের মাটিতে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। ছোট দলগুলোর বিপক্ষে তো সাফল্য চলতেই থাকে।

তার নেতৃত্বে ২০১৬ সালে টি ২০ এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে চমক দিয়ে দেন বিশ্বকে।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জয়, একই বছর সংযুক্ত আরব আমিরাতে আবারও এশিয়া কাপের ফাইনাল খেলে দল। বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম কোনো শিরোপা জেতে বাংলাদেশ।

এর বাইরেও অনেক সাফল্য। একটা সময় বাংলাদেশ র‌্যাংকিংয়ে ছয়েও ওঠে। তবে বিশ্বকাপে নিজে ভালো করতে পারেননি। দলও পেয়েছে তিনটি জয়। সব মিলে মাশরাফির অবসর নিয়ে তখন থেকেই গুঞ্জন ওঠা শুরু করে।

বিশ্বকাপ শেষ শ্রীলংকা সফরে অধিনায়ক হিসেবে যাওয়ার কথা থাকলেও ইনজুরির কারণে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ দিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

বিসিবি সভাপতি আগেই জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর নতুন অধিনায়ক খুঁজবে বাংলাদেশ। শেষ ম্যাচের আগে অধিনায়ক মাশরাফিও বললেন, বিদায়।


শর্টলিংকঃ