Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দু’দিন পর হালতি বিল ভেসে উঠলো বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ


নিজস্ব প্রতিবেদক, নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যাওয়ার দুইদিন পর রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামে বিলের পানিতে তলিয়ে যার শিক্ষক মোখলেছুর।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমনে নাটোরের নলডাঙ্গার হালতিবিলে যায়। নৌকাতে চড়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিক।

এ সময় তাকে পানি থেকে তুলতে গিয়ে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যায় শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে।

টানা দুইতিন তীব্র স্রোতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। সোমবার সকালে ডুবুরি দলের স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান, একটা লিখিত নিয়ে নিহতের বড় ভাই রনজু হোসেনের কাছে মরদেহ উদ্ধার হস্তান্তর করা হবে। পর্যটকদের নৌকা ভ্রমন নিরাপদ করতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেফ গার্ড সহ নিরাপত্তামুলক সাইন বোর্ড বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।


Exit mobile version