হাসপাতালের অব্যবহৃত ভবন সংস্কার করা হবে : মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের নগর মাতৃসদন হাসপাতাল এর অব্যবহৃত ভবন পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে মহানগরীর নওদাপাড়াস্থ তিনতলা বিশিষ্ট ভবনটি পরিদর্শনে যান তিনি।

মেয়র ভবনটির বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

এ সময় সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভবনটি আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় নগর মাতৃসদন হাসপাতাল হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু ২০১৭ সালের অক্টোবর মাসে নগর মাতৃসদন হাসপাতালের কার্যক্রম টিকাপাড়াস্থ নিজস্ব ভবনে স্থানান্তর হয়। এরপর থেকেই অব্যবহৃত হয়ে আছে এই ভবনটি।


শর্টলিংকঃ