Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হিলি স্থলবন্দর দিয়ে একমাস পর পেঁয়াজ আমদানি শুরু


ইউএনভি ডেস্ক:

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একমাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে পেঁয়াজের দাম কমবে বলে আশা বন্দরের আমদানিকারকদের।

আমদানিকারক শহীদুল ইসলাম জানান, দেশে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত এপ্রিল থেকে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। এরপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ কারণে গত সপ্তাহ থেকে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে।

তিনি বলেন, ৩০-৩২ টাকার পেঁয়াজ এক লাফে ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত বুধবার সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এরপর বৃহস্পতিবার বিকেল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।


Exit mobile version