হুটহাট ক্ষুধা মেটাতে সুস্বাদু ‘সাংহাই নুডলস’


সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটা বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এটাতে বেশ জুসি ভাব থাকে। চাইনিজরা এই ডিশে নুডলসের সাথে ফ্রাইড মাংস, বাঁধাকপি আর পেঁয়াজের ব্যবহার করে। চাইনিজ রন্ধনশালার এই মজাদার পদটি দেশীয় স্টাইলে সহজেই বানিয়ে নেয়া যায়। প্রতিবার একইভাবে নুডলস না খেয়ে একটু ভিন্নভাবে তৈরি করে নিলে মুখেও রুচি আসবে। চলুন, হেলদি আর টেস্টি সাংহাই নুডলসের রেসিপিটি জেনে নেই।
সাংহাই নুডলস তৈরির পদ্ধতি

হুটহাট ক্ষুধা মেটাতে সুস্বাদু 'সাংহাই নুডলস'

উপকরণ:

স্টিক নুডলস– ১ প্যাকেট
তেল- ২ টেবিল চামচ
ডিম– ১টি
হাড়ছাড়া চিকেন (ছোট করে কেটে রাখা)– ৩০ গ্রাম
চিংড়িু ২০ গ্রাম
রসুন কুঁচি- ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
টমেটো সস- ২ টেবিল চামচ
চিলি সস- ১ টেবিল চামচ
সয়াসস- ১ চা চামচ
ভিনেগার- ১/২ চা চামচ
পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
বেবি কর্নের ফালি- ১/২ কাপ
গাজর সেদ্ধ করা- ১/২ কাপ
ব্রকোলি সেদ্ধ করা – ১ কাপ
বাঁধাকপি কুঁচিয়ে সেদ্ধ করা – ১ কাপ
কাঁচামরিচ কুঁচি – ১ চা চামচ
লবণ -স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী:

১) প্রথমে গরম পানিতে একটু তেল ও লবণ দিয়ে স্টিক নুডলস সেদ্ধ করে নিন। এক্সট্রা পানি ফেলে নুডলস ঝরিয়ে রাখুন।

২) ফ্রাই প্যানে তেল গরম করে তাতে রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, ছোট ছোট টুকরো করে রাখা চিকেন আর চিংড়ি দিয়ে হালকা তাপে নাড়াচাড়া করুন। ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৩) এবার ডিম দিয়ে ভালো করে ভেজে মিশিয়ে নিন।

৪) একে একে সয়াসস, টমেটো সস, চিলি সস, কাঁচামরিচ কুঁচি আর পরিমাণমতো লবণ দিয়ে দিন।

৫) তারপর সেদ্ধ করা বেবি কর্নের ফালি, গাজর, ব্রকোলি, বাঁধাকপি ও নুডলস দিয়ে ভালো করে নেড়ে নিন।

৬) শেষে সামান্য ভিনেগার আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন।

তাহলে, জেনে নিলেন সাংহাই নুডলসের রেসিপি। হুটহাট ক্ষুধা মেটাতে তো বটেই, অফিসের লাঞ্চে কিংবা মেহমানদারীতে এটা অনায়াসে চলতে পারে। স্বাদ আর পুষ্টিতে ভরপুর এই রেসিপিটি আজই ট্রাই করেই দেখুন!


শর্টলিংকঃ