হুয়াওয়ের সব অ্যাপ একত্রে মিলবে


ইউএনভি ডেস্ক:

বার্ষিক কনফারেন্সে নতুন অ্যাপ ‘মাই হুয়াওয়ে’ উন্মুক্ত করেছে হুয়াওয়ে।প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট বিজনেস বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো জানিয়েছেন, এতে হুয়াওয়ে ক্লাব, হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস, গেইমার সেন্টার ও মেম্বার সেন্টার অ্যাপগুলো একসঙ্গে পাওয়া যাবে।

হুয়াওয়ের সব অ্যাপ একত্রে মিলবে

তাই আলাদা আলাদাভাবে অ্যাপগুলো ইন্সটলের প্রয়োজন নেই। ফলে ফোনের স্টোরেজের উপর বাড়তি চাপ পড়বে না। এর আগে অনার ভি৪০ ফোনেও একই ধরণের মাই অনার অ্যাপ প্রি-ইন্সটল্ড করে দিয়েছিল হুয়াওয়ে।এছাড়াও, হুয়াওয়ের ডেভেলপাররা চাইনিজ গেইমারদের জন্য রে ট্রেসিং প্রযুক্তি।

হুয়াওয়ে মোবাইল সার্ভিসেসের তৈরি এই প্রযুক্তি গেইমকে আরও জীবন্ত করে তুলবে এবং খুব কম ব্যাটারি খরচ করে হাই ফ্রেম রেটে গেইম খেলার সুযোগ দেবে।এর আগে গত সপ্তাহে অ্যাপ গ্যালারির নতুন ডিজাইন প্রকাশ করে হুয়াওয়ে। অ্যাপটিতে নতুন করে যুক্ত করা হয় ফিচারড, ক্যাম্পেইন ও গিফটস ট্যাব। প্রতি মাসে অ্যাপ গ্যালারি ব্যবহার করেন ৫০ কোটি মানুষ।


শর্টলিংকঃ