Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হুয়াওয়ে মেট ৪০ হবে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের?


ইউএনভি ডেস্ক:

চলতি বছরের শেষের দিকে হুয়াওয়ে প্রথম ফাইভ ন্যানোমিটার কিরিন প্রসেসর আনতে যাচ্ছে। ধারনা করা হচ্ছে, কিরিন ৯৯০ প্রসেসর থেকে ৫০ শতাংশ বেশি শক্তিশালী হবে এটি।হুয়াওয়ে মেট ৪০ সিরিজে প্রথমবারের মতো এটির ব্যবহার দেখা যেতে পারে বলে জানা গেছে।

এআরএম কর্টেক্স এ৭৮ আর্কিটেকচারে নির্মিত হুয়াওয়ের চিপসেটটির নাম দেওয়া হতে পারে কিরিন ১০২০।ফাইভ ন্যানোমিটার প্রসেসর প্রতি বর্গ মিলিমিটারে ১৭১.৩ মিলিয়ন ট্রানজিস্টার ধারণ করতে পারবে, যা স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতাকে উল্লেখযোগ্যহারে বৃদ্ধি করবে।

এ প্রযুক্তিতে প্রসেসরের আকার ২৫ শতাংশ ছোট হবে এবং ২০ শতাংশ শক্তি সাশ্রয়ী হবে। অর্থাৎ ২০২০ সালের ফ্ল্যাগশিপগুলোর ব্যাটারি ক্ষমতায় বিশাল উল্লম্ফন দেখা যেতে পারে।স্যামসাং, অ্যাপল, কোয়ালকমও চলতি বছরে ফাইভ ন্যানোমিটার চিপসেটের বাণিজ্যিক ব্যবহার শুরু করতে পারে বলে এর আগে অনুমান করা হয়েছে।

ধারনা করা হয়েছিল, ২০২০ সালের মধ্যে ফাইভ ন্যানোমিটার চিপসেটের হাত ধরে স্মার্টফোনের প্রসেসরের ক্ষমতায় বিশাল উন্নতি আসবে।স্মার্টফোনের প্রসেসরের উদ্ভাবন গতিও বাড়বে আগামী কয়েক বছরে। গবেষকদের আশা, আগামী বছরে থ্রি ন্যানোমিটার প্রসেসর দেখা যাবে এবং ২০২৪ সাল নাগাদ টু ন্যানোমিটারের চিপ বাজারে পাওয়া যাবে।


Exit mobile version