হেফাজতের কাউন্সিলকে অবৈধ বললেন শফীর অনুসারীরা


ইউএনভি ডেস্ক:

হেফাজতে ইসলামের রোববার অনুষ্ঠিতব্য কাউন্সিলকে অবৈধ বলে দাবি করেছেন প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীর অনুসারীরা। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আহমদ শফীর অনুসারীরা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন, একটি চিহ্নিত মহল হেফাজতে ইসলামকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে গভীর ষড়যন্ত্র করছে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, একক সিদ্ধান্তের মাধ্যমে হেফাজতের কাউন্সিলের নামে একতরফাভাবে কাউকে দায়িত্ব দিলে তা এ দেশের ওলামায়ে কেরাম মেনে নেবে না। ভিন্ন পথে কোনো কিছু করার ষড়যন্ত্র করা হলে তা দেশবাসী রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হেফাজতের মূল প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, যাদের শ্রম ও ঘামে হেফাজতে ইসলাম এই পর্যন্ত এসেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও মহলের এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত কওমি অঙ্গনের জন্য ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।


শর্টলিংকঃ