- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি

হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি

ইউএনভি ডেস্ক:

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটির ঘরে পৌঁছেছে। বুধবার এক ব্লগ পোস্টে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।২০১৮ সালে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ছিল দেড় কোটি এবং ২০১৬ সালে ছিল এক কোটি। খবর ভার্জের

হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট বলেন, মানবজাতির ইতিহাসে সবার প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার ক্ষমতা রয়েছে। আমরা এটা সবসময় বিশ্বাস করি। আধুনিকতার দোহাই নিয়ে ব্যক্তিগত যোগাযোগগুলো যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে কাজ করছি আমরা।

ক্যাথকার্ট আরও বলেন, হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের স্বার্থে তাদের আদান প্রদান করা বার্তাগুলো এনক্রিপডেট (পরিচয় গোপনীয়তা) করে রাখার যে নীতি রয়েছে তা সবসময়ই থাকবে। ব্যবহারকারীরা যেন কোনো ধরনের প্রাইভেসি সংকটে না ভোগে তাই এ ফিচার অব্যাহত থাকবে।বার্তা আদান প্রদানের ক্ষেত্রে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গেও কাজ করবে বলে জানান ক্যাথকার্ট।