Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু


ইউএনভি ডেস্ক:

হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রাম শেষে উন্মুক্ত করা হয়েছে ডার্ক মোড ফিচার।অফিশিয়াল ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই ফিচারটির আপডেট পাঠানো হবে।

অ্যান্ড্রয়েড পাই বা তার আগের ওএস সংস্করণের ব্যবহারকারীরাও ডার্ক মোড ব্যবহার করতে পারবেন।হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানান, পরীক্ষার সময় দেখা গেছে, পুরোপুরি কালো ও সাদা রঙের কনট্রাস্ট চোখে ক্লান্তি সৃষ্টি করে। তাই ব্যাকগ্রাউন্ডে ডার্ক গ্রে রঙ দেখা যাবে।

ফন্টের রঙ হবে অফ-হোয়াইট। এতে করে স্ক্রিনের ব্রাইটনেস কমে আসবে।অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসে যদি আগে থেকেই ‘system-wide dark theme’ চালু করা থাকে তবে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোড চালু হবে। অ্যান্ড্রয়েড ৯ ব্যবহারকারীদেরকে হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে।

ডার্ক মোড ছাড়াও প্রচলিত ‘Light theme’ ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে।


Exit mobile version