হয়তো এটা আমার শেখার সময়, বললেন সাব্বির রহমান


ইউএনভি ডেস্ক:

জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমানের দিনকাল কেমন কাটছে হোম কোয়ারেন্টিনে? জানালেন ২৮ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটসম্যান-

হয়তো এটা আমার শেখার সময়, বললেন সাব্বির রহমান

প্রশ্ন : কীভাবে সময় কাটাচ্ছেন?

সাব্বির : করোনা এমন একটা রোগ যে, বাসায় থাকা ছাড়া আর কিছুই করার নেই। বাইরে গেলেই বিপদ হওয়ার আশঙ্কা থাকে। নিজের জন্য এবং দেশের জন্য এই সময়টা ঘরে থাকাই উত্তম।

প্রশ্ন : জাতীয় দলে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগ হতে পারত বড় সুযোগ। কিন্তু খেলা বন্ধ। ঢাকা লিগে এবার কী লক্ষ্য ছিল?

সাব্বির : জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে খেলা উচিত নয়। তবে ইচ্ছে আছে এই মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক হব।

প্রশ্ন : একটা সময় জাতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হতো আপনাকে। বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে আছেন…

সাব্বির : খুবই খারাপ লাগে। কেউ জাতীয় দলের বাইরে থাকতে চায় না। এটা আমার জন্য একটা শিক্ষা। প্রত্যেক মানুষ জীবনের একটি সময়ে শেখে। হয়তো আমারও সেই সময় চলছে। তার মানে এই নয় যে, জাতীয় দলে খেলার আর সুযোগ নেই আমার। এই সময়ে অনেক কিছু শিখতে চাই। এরপর আরও শক্তিশালী হয়ে ফেরার পরিকল্পনা রয়েছে। সেই শিক্ষাটা নিয়েই জাতীয় দলে ফিরতে চাই।

প্রশ্ন : স্থায়ীভাবে ফেরার জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন?

সাব্বির : আগে নিজের টেকনিক্যাল দিকগুলো ঠিক করছি। একই সঙ্গে ফিটনেস নিয়েও কাজ করছি। আমার দল থেকে বাদ পড়ার মূল কারণ ছোট স্কোর লম্বা করতে পারি না। সেটা করার চেষ্টা করছি।

প্রশ্ন : অনেকের মতে, আপনি দ্রুত ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। আপনি কি অন্যদের চাওয়ার প্রতিদান দিতে পেরেছেন?

সাব্বির : আমি নিজেকে প্রমাণ করেছি বলেই অনেকে আমাকে আলাদা চোখে দেখেছে। আমি আমার কাজটা করতে না পারলে খারাপ লাগত। সব সময় ব্যাটসম্যানের পক্ষে ছয়-চার মারা সম্ভব নয়। কিছু সময় আক্রমণাত্মক থাকতে হয় আবার কিছু সময় রক্ষণাত্মক। অনেক সময় রক্ষণাত্মক হতে গিয়ে আউট হয়েছি। এখন সময়টা আমার সঙ্গে নেই। যেহেতু জাতীয় দলে ফিরতে উঠেপড়ে লেগেছি, অবশ্যই ভালো সময় ফিরিয়ে আনতে পারব।

প্রশ্ন : ভক্তদের কী বার্তা দেবেন?

সাব্বির : ধৈর্য হারাবেন না। আপনাদের দোয়ায় শিগগিরই জাতীয় দলে ফিরব। আবারও আগের সাব্বিরকে দেখা যাবে আশা করি।


শর্টলিংকঃ