Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

২০২১ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল যে ৫ দল


ইউএনভি ডেস্ক: 

করোনা আতঙ্কের মধ্যেই ঘরবন্দি ভারতবাসীর কাছে সুখবর নিয়ে এল ভারতীয় নারী ক্রিকেট দল। ২০২১ সালে ক্রিকেট বিশ্বকাপে (৫০ ওভারের) সরাসরি যোগ্যতা অর্জন করল মিতালি রাজ-হারমানপ্রীত কৌররা।

২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও সরাসরি অংশ নিতে পারবে আরও চারটি দেশ। এই চারটি দেশ হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। গতকাল বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এ কথা জানিয়ে দিয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়া ৩৭, ইংল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ২৫ এবং ভারতের আছে ২৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে প্রথম চার দলের মধ্যে থাকায় সরাসরি ২০২১ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল ভারতীয় নারী ক্রিকেট দল। আয়োজক হিসেবে ছাড়পত্র পেল নিউজিল্যান্ড (১৭ পয়েন্ট)।

চলতি বছরে জুলাইয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ কোয়ালিফায়ার হওয়ার কথা। কিন্তু করোনার জেরে তার ভবিষ্যত অন্ধকারে। কোয়ালিফায়ার ম্যাচ হলে আরও তিনটি দল ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।


Exit mobile version