Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

২৪৪ পর্নো সাইট বন্ধ


ইউএনভি ডেস্ক :

একদিনের মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে ২৪৪টি পর্নগ্রাফিবিষয়ক ওয়েবসাইটের লিঙ্ক।তবে এখানেই শেষ নয়।আরো কঠোর হওয়ার হুশিয়ারি দিয়েছে সরকার।

প্রতীকি ছবি।

 

বুধবার এসব ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ২৪৪টি পর্ন সাইট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘২৪৪‌টি পর্ন সাইট বন্ধ ক‌রে‌ছি। অ‌ভিযান চলছে। চলবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অশ্লীল কনটেন্ট ভরা এসব ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অশ্লীল কনটেন্ট জন্য কার্যক্রম চলমান থাকবে।এ ছাড়া ওয়েবসাইট বন্ধের পাশাপাশি আরও কঠোর অবস্থানে যাবে সরকার।

তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার জানান, যেসব পর্ন সাইট আছে তা আমরা খুঁজে পাচ্ছি।এসব সাইট যদি আবার চালু হয় তবে আমরা আবারো বন্ধ করে দেব।এটি আমাদের দৈনিক কাজ। এ অভিযান অব্যাহত থাকবে।এছাড়া পর্নযুক্ত কোনো সাইট যে বাংলাদেশে দেখা না যায় সে জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


Exit mobile version