Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করে ‘লালযাত্রা’


ইউএনভি ডেস্ক:

২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করে প্রতিবছরের মতো এ বছরও দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট আয়োজন করেছে ‘লালযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যা্য স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হয় ‘ধনধান্য পুষ্পভরা’সহ কয়েকটি দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হয় ‘লালযাত্রা’।

নয় বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত বলে প্রাচ্যনাট সূত্রে জানা গেছে। রাহুল আনন্দের মূল ভাবনায় সাজানো হয়েছে এবারের ‘লালযাত্রা’। তিনি বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুলসহ হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়।’

 


Exit mobile version