- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে স্যামসাং

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে স্যামসাং

ইউএনভি ডেস্ক:

৫০ মেগাপিক্সেলের সেন্সর উন্মোচন করেছে স্যামসাং। সেন্সরটির নাম আইএসওসেল জিএন১।এটাই হবে ডুয়েল পিক্সেল অটোফোকাস ও টেটরাসেল পিক্সেল-বাইনিং যুক্ত স্যামসাংয়ের প্রথম সেন্সর।

এই দুই প্রযুক্তি থাকায় ক্যামেরার পারফর্মেন্স ভালো হবে এবং কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। ভিডিও রেকর্ড হবে এইট কে রেজুলেলেশনে।এছাড়াও, অটোফোকাস মোডে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে ২৪০ ফ্রেম পার সেকেন্ডে। অটোফোকাস ছাড়া ভিডিও রেকর্ড সম্ভব হবে ৪০০ ফ্রেম পার সেকেন্ডে।

চলতি মাসেই আইএসওসেল জিএন১ এর উৎপাদন শুরু হবে। তাই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। বছরের শেষ দিকে ভিভোর ফোনে সেন্সরটির দেখা মিলতে পারে।বাজারে আসলে সেন্সরটির প্রতিদ্বন্দ্বিতা হবে সনির আইএমএক্স ৬৮৯ ও আইএমএক্স৭০০ সেন্সরের সঙ্গে। ৫০ মেগাপিক্সেল ছাড়াও ১৫০, ২৫০ ও ৬০০ মেগাপিক্সেলের সেন্সর তৈরির প্রকল্প হাতে নিয়েছে স্যামসাং।