Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

৫০ হাজার কোটি রুপি দান করলেন ভারতীয় ধনকুবের


ইউএনভি ডেস্ক:

উদার হস্তে অনুদান দিতে ভারতীয় ব্যবসায়ী আদম প্রেমজির জুড়ি নেই। মুক্ত হস্তে দান করার কারণে এর আগেও তিনি শিরোনামে এসেছেন। সুবিধাবঞ্চিত ও সু-শিক্ষার জন্য তিনি অনুদান করে থাকেন।

আর এর জন্য এবার দান করলেন ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৫০ হাজার কোটি রুপি। উইপ্রো লিমিটেডের এ ধনকুবের ইতিমধ্যে তার কোম্পানির শেয়ারের ৩৪ শতাংশ দান করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) আজিম প্রেমজি ফাউন্ডেশনে এক বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে।

ফাউন্ডেশনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারতের সরকারি স্কুলের মান এবং সমতার উন্নয়নে সংস্থাটি কাজ করে যাচ্ছে। প্রাদেশিক সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে সংস্থা।

উল্লেখ্য, আজিম প্রেমজি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী। তিনি একমাত্র ভারতীয় ধনকুবের যে কি না মুক্ত হস্তে দান করেন। যেমনটা মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস ও ওয়ারেন বাফেটরা করে থাকেন। এই নিয়ে তাদের সঙ্গে একজোট হয়ে তিনি একটি চুক্তিও স্বাক্ষর করেছেন।


Exit mobile version