Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল স্বাভাবিক


ইউএনভি ডেস্ক:

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটের টার্মিনালে দেড়শ ছোট-বড় পরিবহন আটকা পড়েছে।

 

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোর ৫টা থেকে বন্ধ করে দেয়া ফেরি চলাচল। এ কারণে কাঁঠালবাড়ি ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক ও প্রায় অর্ধশত প্রাইভেটকার আটকা পড়ে।তবে রাতভর ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে নৈশকোচগুলো রাতেই পার হয়ে গন্তব্যে চলে যায়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানিয়েছে, ভোরে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হন ফেরির চালকরা। নৌরুটের সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নদীর মাঝে প্রায় ৭/৮টি ড্রেজার মাটি খননের কাজ করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল বলেন, ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। নৌরুটের কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।


Exit mobile version