Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

৫ সেনা সদস্য নিহতের কথা স্বীকার চীনের


ইউএনভি ডেস্ক:

ভারতের লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় পাঁচ সেনা সদস্য নিহতের কথা আট মাস পর স্বীকার করলো চীন। শুক্রবার চীনা সামরিক বাহিনী এ তথ্য স্বীকার করেছে।

গত বছরের জুনে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়। চীন তাদের সেনা হতাহতের বিষয়টি অস্বীকার করেছিল।

চীনা সামারিক বাহিনীর সংবাদমাধ্যম পিএলএ ডেইলি’র একটি প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির সরকারি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, কারাকোরাম পর্বতে মোতায়েন করা চার সেনা ও এক ফ্রন্টিয়ার অফিসার নিহত হয়েছে। এদের মধ্যে শিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কুই ফাবাওয় রয়েছেন।

অন্য সেনা সদস্যরা হচ্ছেন, চেং হংজুন, চেন শিয়াংরং, শিয়াও সিউয়ান এবং ওয়াং ঝুরাং। এদের মধ্যে চেং হংজুনকে সীমান্ত সুরক্ষায় অবদানের জন্য বিশেষ মরণোত্তর সম্মান প্রদান করা হয়েছে। বাকিদেরও প্রথম শ্রেণির জওয়ান হিসেবে মরণোত্তর সম্মান জানানো হয়।


Exit mobile version