Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

৬০০ অ্যাপ সরালো গুগল


ইউএনভি ডেস্ক:

মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন দেখানোতে গুগল প্লেস্টোর থেকে ৬০০ অ্যাপ সরিয়েছে গুগল।ফোনে কাউকে কল করার সময়ও অ্যাপের বিজ্ঞাপন ভেসে উঠলে সেগুলোকে গুগল বলছে ‘আউট অব কনটেক্সট অ্যাড’।

এভাবে বন্ধ অবস্থায়ও যখন তখন বিজ্ঞাপন দেখানো অ্যাপগুলো সরিয়েছে গুগল।এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, অ্যাপগুলোর ডেভেলপাররা কোম্পানির বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গ করেছে।

তাই তাদেরকে কোম্পানির অ্যাডমোব ও অ্যাড ম্যানেজার প্ল্যাটফর্মেও নিষিদ্ধ করা হয়েছে।গুগল এই ধরণের বিজ্ঞাপন দেখানো অ্যাপ খুঁজে বের করতে মেশিন লার্নিং ভিত্তিক প্রযুক্তির সহায়তা নিয়েছে।

এরই ফলস্বরূপ তারা ৬০০ অ্যাপ প্লেস্টোরে নিষিদ্ধ করেছে।গুগলের অ্যাড ট্রাফিক কোয়ালিটির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার পার বিয়র্ক বলেন, সরিয়ে দেওয়া অ্যাপগুলোর সম্মিলিত ডাউনলোড সংখ্যা ৪৫০ কোটিরও বেশি।

অ্যাপগুলোর বেশিরভাগে ডেভেলপার চীন, ভারত, হংকং ও সিঙ্গাপুরের।গেইম ও সেবাভিত্তিক এসব অ্যাপগুলো তৈরি করা হয়েছিলো ইংরেজি জানা ব্যবহারকারীদের জন্য। তবে অ্যাপগুলোর কোন তালিকা তারা দেয়নি।


Exit mobile version