Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

৬৫ শিক্ষার্থী নিয়ে উল্টে গেল স্কুলের পিকনিক বাস


নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি স্কুলের পিকনিকের বাস উল্টে গেছে। এতে এক শিক্ষার্থী নিহত ও অন্তত ৩০ জন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শালবাহানের রওশনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমার। সে রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পঞ্চগড়ে উল্টে যাওয়া বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা

বাসটি আটোয়ারি উপজেলার রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে তেঁতুলিয়ায় পিকনিকে যাচ্ছিল। এতে ৬৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পিকনিকে আসা বাসটি রওশনপুরের কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ গোলাম আজম বিষয়টি নিশ্চত করে জানান, বাসটিতে অন্তত ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। যার মধ্যে শিক্ষার্থী ৬৫ জন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Exit mobile version