৭০ বসন্ত পেরিয়ে আলমগীর


ইউএনভি ডেস্ক:

জীবনের ৭০ বসন্ত পূর্ণ করেছেন ঢাকাই ছবির প্রখ্যাত অভিনেতা আলমগীর। আজ তার জন্মদিন।দিনটি বিশেষভাবে উৎযাপনের পরিকল্পনা ছিল; কিন্তু করোনাভাইরাসের কারণে সব আয়োজন বাতিল করেছেন অনেক আগেই। তাই ঘরোয়াভাবেই পালিত হবে তার জন্মদিন।

৭০ বসন্ত পেরিয়ে আলমগীর

অবশ্যই সেটি সামাজিক দূরত্ব বজায় রেখে। বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনেই অবস্থান করছেন।জন্মদিন প্রসঙ্গে বরেণ্য এ অভিনেতা বলেন, ‘যেহেতু ৭০ বছর পূর্ণ করছি, তাই এবার পরিকল্পনা ছিল দিনটি বিশেষভাবে উদযাপনের; কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে বিশ্বমানবতা আজ হুমকির সম্মুখীন। আমরা সবাই এমন এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি প্রতিনিয়ত, যাকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাই এ যুদ্ধটা অনেক কঠিন এক যুদ্ধ। যে কারণে আমাদের সবাইকে ঘরে থেকেই এ ভাইরাসকে মোকাবেলা করতে হবে। বারবার হাত ধুতে হবে।

সরকারের বিধি-নিষেধ আন্তরিকতার সঙ্গে মেনে চলতে হবে। তাহলেই আমরা এ যুদ্ধে জয়ী হতে পারব ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করছি যেন পরিবারের সবাইকে নিয়ে তারা ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও আমার পরিবারকে নিয়ে ভালো থাকি।’

করোনাভাইরাস দুর্যোগে অসহায়দের প্রতি সহযোগিতা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘বছরজুড়েই আমি আমার সাধ্যমতো চলচ্চিত্র এবং চলচ্চিত্রের বাইরে অনেক মানুষকে সহযোগিতা করে থাকি। আর করোনাভাইরাসের এ পরিস্থিতিতে অবশ্যই সহযোগিতা করছি। তবে সহযোগিতা আমি কাকে করি, কীভাবে করি তা জানাতে কখনই আগ্রহী ছিলাম না, এখনও নই। আমি জেনে-বুঝে সাধ্যমতো সহযোগিতা করছি। আল্লাহ তাদের নিশ্চয়ই ভালো রাখবেন।’


শর্টলিংকঃ