Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

৭ ফেব্রুয়ারি টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী ও ডিজি


ইউএনভি ডেস্ক:

আগামী ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে টিকা নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সারা দেশে জাতীয়ভাবে করোনার টিকাদান কার্যক্রম আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। সেদিন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজি।

গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশে প্রথম এক স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে প্রথম টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেদিন একে একে পাঁচজনকে টিকা দেওয়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। ওইদিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দুই দিনে মোট ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, তথ্য সচিব খাজা মিয়া, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ অনেকে টিকা নেন।


Exit mobile version