কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার ২


রাজধানীর পল্টনে বিশেষ অভিযান চালিয়ে এক কোটি দুই লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তাদের গ্রেফতার করে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারী প্রিভেনশন টিম। এ সময় তাদের কাছ থেকে জাল রেভিনিউ স্ট্যাম্পের পাশাপাশি বিভিন্ন মূল্যের স্ট্যাম্প, প্লেট ও অন্যান্য যন্ত্রপাতি এবং হিজবুত তাহরীর পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দু’জন হলো- রাসেল আহম্মেদ ওরফে শান্ত ও মো. নাঈম ইসলাম।

ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- চক্রটি জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করছিল। এমনটি পল্টনের ওই প্রেসেই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই ছাপা হয়।

পুলিশ জানায়, জাল রেভিনিউ স্ট্যাম্প চক্রের সদস্যরা তিন ধাপে কাজ করে। একটি দল জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজ করে। দ্বিতীয় দলটি এগুলো বিভিন্ন দোকানে সরবরাহ করে। তৃতীয় দলটি সরাসরি এগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেয়। এই চক্রে আরও অনেক সদস্য রয়েছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


শর্টলিংকঃ