মৌসুমী মম’র কবিতা ‘আশার আলো’


আশার আলো

-মৌসুমী জাহান মম

 

বুকের ভিতর জমে আছে চাপা আর্তনাদ
অপেক্ষা জ্বলে ওঠার
আগুন হয়ে নয়
চাই আগ্নেয়গিরির লাভা
নতুন সূর্য আভা।
সর্প ফনা হয় না বিফল

বাঘ্র কদম পিছিয়ে গিয়ে যায় এগিয়ে
আজ পিছিয়ে কাল যাব এগিয়ে
মানব জন্ম হবে সফল।

অনুর্বর মাটির বুকেও ফসল ফলে
মেঘের অনাবৃষ্টি হলে
রোদ্দুরের জটিল আধাঁর কাটাতে
ধরিত্রীর বুকে বর্ষা মাতে।

পরাধীন বুকে উঠোন ঝিমোয়
অধিকারহীন ঘরে স্বপ্ন ঘুমায়
ছিন্নমূল ফুটপাতে ডালরুটি
বিলাসবহুল শীতল ঘরে খায় লুটোপুটি
এসব ভেবে যায় থেমে কি
জীবন তরঙ্গ টি!


শর্টলিংকঃ