আবরার হত্যার বিচার দাবিতে নগরীতে মোমবাতি প্রজ্বলন


নিজস্ব প্রতিবেদক:

গত ০৭ই অক্টোবর দিবাগত রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আজ ১১ই অক্টোবর সন্ধ্যা বেজে ০৭ঘটিকায় ১৬নং ওয়ার্ড- এর সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজের উদ্যোগে একটি মোমবাতি প্রজ্বলিত শোক র‍্যালি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউন্সিলর চেম্বার মোড়ে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানব-বন্ধন কর্মসূচীর ছাত্রনেতা ইখতিয়ার প্রামাণিক এর সঞ্চালনায় আবরার ফাহাদ হত্যার বিচারের দাবি চেয়ে বক্তব্য রাখেন ছাত্রনেতা সানিউল ইসলাম সনি, মোঃ রনি এবং সমাপনী বক্তৃতায় ছাত্রনেতা তামিম শিরাজী আবরার হত্যায় জড়িত প্রতিটি খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করে সেই সাথে তিনি আরও বলেন-“আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর পরিচয় ধারণ করে সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারীরা নিজের অরাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ রাজনৈতিক জোট সরকার ক্ষমতায় থেকে তাদের ছাত্র সংগঠনের নামধারী সন্ত্রাসীদের হাতে ছাত্র-খুন কোন ভাবেই মেনে নেয়া যায় না।তামিম শিরাজী ছাত্র রাজনীতি নিষিদ্ধের তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন-বাংলাদেশ এবং বাংলা ভাষা অধিকার আন্দোলনে ছাত্র রাজনীতির ভূমিকাই ছিল মুখ্য,ছাত্র রাজনীতি নিষিদ্ধের পায়তারা করে একটি মহল দেশে ফ্যাসিস্ট ভাবধারা প্রতিষ্ঠা করছে যা ছাত্র সমাজ কখনোই মেনে নিবেনা।

সর্বোপরি ক্যাম্পাসে ছাত্র খুন এবং সুষ্ঠ রাজনীতির পরিবেশ রক্ষায় সকল খুনের সুষ্ঠ বিচার করে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে রাষ্ট্রকে বেরিয়ে আশার আহবান জানান এই ছাত্রনেতা।


শর্টলিংকঃ